নওগাঁ জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি গ্রেফতার
নওগাঁ জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আব্দুর রহিমকে (৩০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহিম রানীনগর উপজেলার পারইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ও নওগাঁ জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি।
নওগাঁ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, সম্প্রতি জানা যায় আব্দুর রহিম জেলায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার পায়তারা চালাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক অফিসের সামনে রাস্তার পাশের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রহিম ইতিপূর্বে পুলিশ লাঞ্ছিত ও নাশকতার দুইটি মামলার এজাহারভুক্ত আসামি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আব্দুর রহিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ২ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৩ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৪ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৫ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির