ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে ছাত্রলীগ-কৃষকলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১১:৩১ এএম, ১০ জানুয়ারি ২০১৫

লক্ষ্মীপুরে ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা কর্মীরা।

শনিবার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এরা হলেন, শাকচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও সদর থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় হাজিরহাট বাজারের একটি দোকানে ছাত্রলীগ নেতা কামরুল হাসান ও দেলোয়ার অবস্থান করছিলেন। এসময় ৪-৫ জনের একদল দুর্বৃত্ত তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন অবহিত নন বলে জানান।