লক্ষ্মীপুরে ছাত্রলীগ-কৃষকলীগের দুই নেতাকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরে ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা কর্মীরা।
শনিবার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এরা হলেন, শাকচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও সদর থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় হাজিরহাট বাজারের একটি দোকানে ছাত্রলীগ নেতা কামরুল হাসান ও দেলোয়ার অবস্থান করছিলেন। এসময় ৪-৫ জনের একদল দুর্বৃত্ত তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন অবহিত নন বলে জানান।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ