ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অন্ধকারের শক্তি জঙ্গিরা দেশকে ধ্বংস করতে চায় : মতিয়া

প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২২ জুলাই ২০১৬

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, অন্ধকারের শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বর্তমানে অন্ধকারের শক্তি জঙ্গিরা দেশকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধকার দূর করে আলো আনার চেষ্টা করছেন। এই আলোতে বর্তমান সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কাজ করছে।

শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৯ হাজার ২৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সোলার হারিকেন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, দেশে অন্ধকারের শক্তি আবার তৎপরতা শুরু করেছে। জঙ্গি হামলা করে নিরীহ মানুষ খুন করছে। তারা আবার অন্ধকার আনতে চায়। দেশকে তারা পেছনের দিকে নিয়ে যেতে চায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অন্ধকারও দূর করতে কাজ করছেন। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ অন্ধকারের শক্তির মোকাবেলা করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের কাছে মিনতি তোমরা ভালোভাবে পড়ালেখা করবে, অন্ধকার দূর করে আলোর দিশারী হবে। আমরা দিতে আসি, খাইতে আসি না। বিএনপির আমলে আমাদের লোকদের একটা সুতাও দেয়া হয়নি। আমরা সেটা করি না।

নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।

জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে পুলিশ সুপার মো. মেহেদুল করিম, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রীর ‘টপটেন কমসূচি’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নিজ নির্বাচনী এলাকা নকলা-নালিতাবাড়ী উপজেলায় টিআরের চাল-গম বিক্রির টাকায় এবার শিক্ষার্থীদের মাঝে সোলার হারিকেন বিতরণ করেন। দ্বিতীয় থেকে নবম শ্রেণী পড়ুয়া প্রতিটি ক্লাশের মেধাতালিকার প্রথম দশজন শিক্ষার্থীর মাঝে এসব সোলার হারিকেন বিতরণ করা হয়। এ কার্যক্রমকে কৃষিমন্ত্রী ‘টপটেন কর্মসূচি’ হিসেবে অভিহিত করেছেন। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নকলা-নালিতাবাড়ী উপজেলার ১৭ হাজার ৭৪০ জন শিক্ষার্থীর মাঝে এসব সোলার হারিকেন বিতরণ করা হয়।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এই বাতিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হিসেবে বর্ণনা করে বলেন, এই বাতির মতো তারাও একদিন আলো ছড়াবে।

সোলার হারিকেন পেয়ে নালিতাবাড়ী গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাতিহা জাহান ইরা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহার শিফা বলেন, বাড়িতে বিদ্যুৎ নাই। কেরোসিনের হারিকেনের আলোয় পড়তে হতো। সোলার হারিকেন পেয়ে আমাদের খুব ভালো হয়েছে। এই বাতির আলোয় এখন আমাদের পড়ালেখা সহজ হবে। কোনো খরচ লাগবে না।

উল্লেখ্য, এর আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী টিআরের টাকায় নকলা-নালিতাবাড়ীতে ‘হলোস্টিল ব্রিজ’, ধান মাড়াই মেশিন, ভুট্টার মেশিন, বিভিন্ন গ্রোথ সেন্টার-বাজারে সোলার প্যানেল বিতরণ করে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে ভূমিকা রেখেছেন। এবার মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোলার হারিকেন বিতরণ বেশ সাড়া জাগিয়েছে।

হাকিম বাবুল/একে