ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শোলাকিয়া হামলায় জড়িত সন্দেহে মাদরাসা শিক্ষক আটক

প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৩ জুলাই ২০১৬

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে আনোয়ার হোসেন (৪৮) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।  

শুক্রবার রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আটক আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জের খলসী ইবতেদায়ী মাদরাসার সুপার।  

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের অধিনায়ক মো. কায়ছার আলী জানান, শুক্রবার রাতে র‌্যাবের একটি দল ওই শিক্ষককে নিজ বাতি থেকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, শোলাকিয়ায় হামলার ঘটনায় টাঙ্গাইলে আটক দিনাজপুর জেলার ঘোড়াঘাটের শফিকুল ইসলামকে রিমান্ডে নিলে তিনি জানিয়েছেন, হামলার আগে গোবিন্দগঞ্জের আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।  

পুলিশ সূত্রে জানা যায়, শোলাকিয়ায় জঙ্গি হামলাকারী শফিকুলকে গাইবান্ধায় এনে গ্রেফতার মাদরাসা শিক্ষক আনোয়ার হোসেনের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের ধারণা, এ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বরেন্দ্র এলাকায় জঙ্গিদের প্রশিক্ষণসহ তাদের অবস্থান সম্পর্কে অনেক তথ্য উদ্ধার করা সম্ভব হবে।

গোবিন্দগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অমিত দাশ/এএম/আরআইপি/এমএফ