ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৭ জেলায় হরতাল চলছে

প্রকাশিত: ০৪:৩১ এএম, ১১ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারা দেশে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে আজ রোববার দেশের ৭ জেলায় হরতাল পালন করছে ২০ দলীয় জোট। জেলাগুলো হচ্ছে সিরাজগঞ্জ, সিলেট, লালমনিরহাট, বগুড়া, ফেনী, পিরোজপুর ও পটুয়াখালী।

সিরাজগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা বিএনপি। এছাড়া সিলেটে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গ্রেফতার, লালমনিরহাটে বিএনপি নেতা দুলুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে। বগুড়ায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে আজ সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত। এছাড়া ফেনী, পিরোজপুর ও পটুয়াখালীতে হরতাল পালন করছে ২০ দল।     

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে। অবরোধ কর্মসূচি পালনের পাশাপাশি সিলেট জেলার সর্বত্রই জেলা ও মহানগর বিএনপির ডাকে এই কর্মসূচি পালিত হবে। হরতালের সমর্থনে গতকাল বিকেলে বিএনপির পক্ষ থেকে নগরীতে ঝটিকা মিছিল বের করা হয়েছে।

লালমনিরহাটে গাড়ী ভাঙচুরের ঘটনায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার ঘটনায় শনিবার সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা লালমনিরহাট জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার প্রতিবাদে বগুড়ায় আজ সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে। শুক্রবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে ২০ দলের সভায় এ হরতাল কর্মসূচির আহ্বান করা হয়।

খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ফেনীর দাগনভূঁঞায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা যুবদল। উপজেলা যুবদল সভাপতি হাসানুজ্জামান শাহাদাত ও সাধারণ সম্পাদক কবির আহম্মদ ডিপলু এ ঘোষণা দেয়।

বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা এবং পিরোজপুর জেলা বিএনপি সহসভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেনকে কুপিয়ে আহত করা, হামলা, লুটপাট করার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে পিরোজপুরে অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি।  

পটুয়াখালী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সদর থানা পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রব ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান টোটন, যুবদল সভাপতি মশিউর রহমান খান, মহিলাদল, ছাত্রদল ও যুবদলের  ৮৪ নেতাকর্মী এবং অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে পুলিশ একটি মামলা দায়ের করে। এর প্রতিবাদেই জেলা বিএনপি এ হরতালের ঘোষণা দেয়।