ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৩ জুলাই ২০১৬

জমি নিয়ে বিরোধের জের ধরে ঠাকুরগাঁওয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে। নিহতের নাম আবু তাহের কালু (৬৫)।

শনিবার বিকালে পীরগঞ্জ উপজেলার বাগানবাড়ী স্কুল মাঠে এ ঘটনা ঘটে। আবু তাহের উপজেলার একান্নপুর গ্রামের মৃত মশির উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের মৃত মশির উদ্দীনের ছেলে আবু তাহের ও তার ছোট ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ নিম্পত্তি করতে শনিবার স্থানীয় মেম্বার নুরুজ্জামালের বাগানবাড়িহাটে দুই পক্ষকে নিয়ে শালিসি বৈঠক বসে।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আবু তাহের কালু গুরুত্বর আহত হয়। তাকে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার বিকাল সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
   
রবিউল এহসান রিপন/এএম/আরআইপি