ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে জেএমবির চার নারী সদস্য আটক

প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৪ জুলাই ২০১৬

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জেএমবির চার নারী সদস্যকে আটক করেছে। রোববার ভোরে সিরাজগঞ্জ পৌরসভার মাসুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানের সময় আটকদের কাছ থেকে ৬টি ককটেল, গ্রেনেড তৈরির উপকরণ, ১০টি ছোট সার্কিট বোর্ড, ৪টি ফিউজ ও ৪টি কানেক্টর ক্লিপসহ বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এ সময় আটকদের সঙ্গে থাকা চার শিশুকেও নিয়ে আসা হয়। তারা পুলিশ হেফাজতে রয়েছে।
 
আটকরা হলেন- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বাদুল­াপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের স্ত্রী তাবাসুম রানী (৩০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাদহ দক্ষিণ পাড়া গ্রামের মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুনা বেগম (১৯), বগুড়া জেলার শাহজাহানপুর থানার খালিদ হাসানের স্ত্রী হাবিবা আকতার মিশু (১৮) ও বগুড়া জেলার একই উপজেলার পরানবাড়িয়া গ্রামের সুজন আহমদ বিজয়ের স্ত্রী রুমানা আকতার রুমা (২১)।

অভিযান পরিচালনাকারী সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্ল­ার হুকুম আলীর বাসা ভাড়া নিয়ে গত ১ মে থেকে জেএমবি সদস্যরা সেখানে অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ রোববার ভোরে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘরের আলো নিভিয়ে চুপ করে থাকে। পরে পুলিশ বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাদের আটক করে।
 
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, আটকরা শহরে বড় ধরনের নাশকতার জন্য এখানে অবস্থান করছিল। তবে পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে আটক করে তাদের সকল পরিকল্পনা নসাৎ করে দিয়েছে।

বর্তমানে তাদের ডিবি পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

বাদল ভৌমিক/এফএ/আরআইপি

আরও পড়ুন