ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সঙ্কট : রোগীদের দুর্ভোগ চরমে

প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৪ জুলাই ২০১৬

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে ওষুধ সঙ্কট। গত ১৫ দিন ধরে রোগীদের শুধু প্যারাসিটামল দেয়া হচ্ছে। এতে প্রতিদিন অন্তত দু`শতাধিক রোগীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।  

বিভিন্ন অসুখের জন্য চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, শরীর ব্যথা, কান পঁচা, ডায়রিয়া, পেটের সমস্যাসহ সর্বরোগের চিকিৎসার জন্য শুধু দেয়া হচ্ছে প্যারাসিটালম, আয়রন ট্যাবলেট ও এন্টাসিড। অন্যান্য সকল চিকিৎসার প্রেসক্রিপসন লিখে দেয়া হচ্ছে এবং বাজারের ওষুধের দোকান থেকে কেনার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

উপজেলার কাশিল ইউনিয়নের নাকাছিম গ্রাম থেকে ওষুধ নিতে আসা মোর্শেদা আক্তার বলেন, আমার হাতে প্রচুর ব্যথা। এ কারণে এসেছিলাম হাসপাতালে। এ চিকিৎসার জন্য হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল দেয়া হয়েছে। আর ডাক্তার কয়েকটি ওষুধের প্রেসক্রিপসন লিখে দিয়েছেন।

উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান গ্রাম থেকে চোখে ব্যথা নিয়ে আসা হাজিরা বেগম জানান, তাকেও চিকিৎসার জন্য দেয়া হয়েছে প্যারাসিটামল ও প্রেসক্রিপসন।  

বাসাইল পৌর শহর থেকে আসা তুলি আক্তারের ভাগে পড়েছে আয়রন ট্যাবলেট। ডাক্তারের দেয়া প্রেসক্রিপসন হাতে নিয়ে তিনি প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, প্রায় ১৫ দিন ধরে হাসপাতালে প্যারাসিটামল, আয়রন ট্যাবলেট ও এন্টাসিড ছাড়া অন্য কোনো ওষুধ নেই। মূলত স্টোর কিপারের গাফিলতির কারণেই ওষুধের এ সঙ্কট পড়েছে বলে তিনি মনে করেন।

ওষুধ সংকটের বিষয়ে হাসপাতালের স্টোর কিপার সোহেল রানা বলেন, স্টোর রুমে জায়গার সংকুলান না হওয়ায় পর্যাপ্ত ওষুধ আনা যাচ্ছে না। তবে অতি দ্রুতই প্রয়োজনীয় সকল ওষুধ আনার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বর্ষার পানিতে কয়েকটি গ্রামের কমিউনিটি ক্লিনিক পানিতে ডুবে যাওয়াতে সেখানকার ওষুধ হাসপাতালের স্টোর রুমে রাখা হয়েছে। এজন্য নতুন অর্থবছরের বরাদ্দকৃত ওষুধ এখনো আনা হয়নি। আর এ কারণেই ওষুধের সঙ্কট পড়েছে।

আরিফ উর রহমান টগর/এসএস/আরআইপি

আরও পড়ুন