ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে সোমবার হরতাল

প্রকাশিত: ০৯:০৯ এএম, ১১ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে আগামীকাল সোমবার টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে জেলা বিএনপি ও টাঙ্গাইলে জেলা ছাত্রদল এ হরতালের ডাক দেয়।

নারায়ণগঞ্জে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির রোববার হরতালের এই ঘোষণা দেন।

আর সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সাংবাদিক সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম। একই কারণে গাজীপুর জেলা বিএনপিও সোমবার হরতালের ঘোষণা দিয়েছে।

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে ওইদিনই সারা দেশে এই লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর দুই দিন আগে থেকেই তিনি গুলশানে নিজের কার্যালয়ে পুলিশের ঘেরাওয়ের মধ্যে আটকে আছেন।