ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রলীগের হামলা
ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় বৈঠক ডাকায় লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীর জিল্লুর রহিম কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ওই ছাত্রীর দেবরসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে তারা।
রোববার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দিয়ে কলেজের মূল ফটকের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের শ্রেণিকক্ষে একা বসে ছিলেন প্রথম বর্ষের ছাত্রী ফাতেমা আক্তার। এ সময় দ্বিতীয় বর্ষের ছাত্র নাইমুল ইসলাম হিমেল ফাতেমাকে উত্ত্যক্ত করে। খবর পেয়ে তার দেবর মিরাজ উত্ত্যক্তের প্রতিবাদ জানাতে ক্যাম্পাসে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মী হিমেল ও তার সহপাঠী ছাত্রলীগের কর্মীরা মিরাজকে বেধড়ক মারধর করে।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ রোববার সকালে উভয়ের অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। এ সময় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা বৈঠকের বিরোধিতা করে বেরিয়ে যায়। পরে আবু তালেবের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত ছাত্রলীগ কর্মী কলেজে হামলা চালায়। শ্রেণিকক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের বের করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ক্যাম্পাসে ভাঙচুর চালায়। এ সময় শিক্ষকরা প্রতিবাদ করলে কয়েকজন শিক্ষককে তারা লাঞ্ছিত করে।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহিম বলেন, কলেজে বহিরাগতদের হামলা-ভাঙচুর ও ছাত্রী উত্ত্যক্তের ঘটনা ন্যক্কারজনক। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে জানিয়েছি।
কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ সাহা জানান, উত্ত্যক্তের ঘটনা নিয়ে সকালে উভয়পক্ষের অভিভাবক তার কক্ষে বৈঠকে বসেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন বহিরাগত নেতাকর্মী হামলা চালায়। একপর্যায়ে তারা জয়বাংলা স্লোগান দিয়ে কলেজে ভাঙচুর চালিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় শিক্ষকদের সঙ্গেও অশোভন আচরণ করে তারা।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল জানান, এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
চন্দ্রগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, উত্ত্যক্ত ও হামলা-ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কাজল কায়েস/এএম/এবিএস