ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গি শরিফুলের আশ্রয়দাতা ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০১:১০ পিএম, ২৪ জুলাই ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের পান্তাপাড়া এলাকা থেকে জঙ্গি শফিউল ওরফে শরিফুল ডনকে আশ্রয়দানকারী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
রোববার বিকেল ৪টার দিকে পুলিশ আনোয়ারকে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গোবিন্দগঞ্জ চৌকিতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এসএম তাসকিনুল হক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
গত শনিবার বেলা ১১টার দিকে র‌্যাব-১৩ এর একটি দল গোবিন্দগঞ্জ শহরের পান্থাপাড়া নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে দেয়। তিনি খলসি দাখিল মাদরাসার এবতেদায়ি শাখার প্রধান শিক্ষক এবং পান্থপাড়ার মৃত হাকিম উদ্দিন আকন্দের ছেলে।

শফিউল ওরফে শরিফুল ডন উত্তরবঙ্গের চাঞ্চল্যকর চারটি হত্যার সঙ্গে জড়িত জেএমবি। তিনি পান্থাপাড়ার আনোয়ারের বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে প্রায় তিন মাস ভাড়া ছিলেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পৌর এলাকার খলসি ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে জেএমবির দুর্ধর্ষ জঙ্গি শরিফুল ভাড়াটিয়া হিসেবে অবস্থান নেয়। গত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত তিনি সেখানে ছিলেন। এ সময়ের মধ্যে ওই বাড়িতে উত্তরাঞ্চলের শীর্ষ জঙ্গি নেতাদের আসা-যাওয়া ও বৈঠক করার ব্যাপারটি নিশ্চিত হওয়া এবং শরিফুলের জঙ্গি তৎপরতার সঙ্গে আনোয়ার হোসেনের সম্পৃক্ততা রয়েছে কিনা তা জানতেই তাকে রিমান্ডে নেয়া হয়েছে।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ঘটনাস্থল থেকে শরিফুলকে গুলিবিদ্ধ অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। তার স্বীকারোক্তির ভিত্তিতেই গত শুক্রবার রাতে র‌্যাব-১৩ এর একটি দল জঙ্গি আশ্রয়দাতা হিসেবে শিক্ষক আনোয়ার হোসেনকে তার বাড়ির সামনে থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

অমিত দাশ/এআরএ/এবিএস