ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ না পাওয়ায় আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশিত: ১২:১১ পিএম, ১১ জানুয়ারি ২০১৫

কাঙ্খিত পদ না পাওয়ায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও তার সমর্থকরা।

এর আগে তার লক্ষ্মীপুর সরকারি কলেজের ফটকে তালা লাগিয়ে দেন তারা। রোববার বেলা ৩টার দিকে এসব ঘটনা ঘটে।

ছাত্রলীগের সদ্যঘোষিত কমিটিতে ইচ্ছামতো পদ না পাওয়া এবং পদবঞ্চিত নেতাকর্মীরা এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে তারা জেলা শহরে সশস্র মোটর মহড়া দিয়ে উত্তেজনার সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় শহরের মাদাম এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের পর অগ্নিসসংযোগ করেন তারা। এতে অফিসের টেবিল চেয়ার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, গত বছরের ২০ নভেম্বর লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা ছাত্রলীগের সন্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় নিরাপত্তা জনিত কারণে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সন্মেলন শেষ করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্ধ। দীর্ঘ প্রায় ২ মাস পর অবশেষে শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি পদে চৌধুরী মাহমুদুন নবী সোহেল, সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক পদে রাকিব হোসেন লোটাস, যুগ্ম সাধারন সম্পাদক পদে শরীফ এবং সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্ল­া আল মামুনসহ গুরুত্বপূর্ণ ৬ সদস্যের নাম প্রকাশসহ বাকী পদগুলো খালি রেখে কমিটি ঘোষণা করে। এতেই সভাপতি প্রার্থী আশরাফুল আলম ও তার অনুসারীরাসহ পদ বঞ্চিতরা ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যানসহ এর বিরুদ্ধে অবস্থান নিয়ে উত্তেজিত হয়ে পড়ে।

বর্তমানে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।