ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পোরশায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২৫ জুলাই ২০১৬

নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে ডুবে নয়ন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নদীতে নয়নের মরদেহ ভাসতে থাকলে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

নয়ন উপজেলার নিতপুর পশ্চিমপাড়া রঘুনাথপুর জেলেপাড়া গ্রামের সুজনের ছেলে।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, শনিবার বিকেলে নয়ন নদীতে পড়ে যায়। পরে নদীতে খরস্রোত থাকায় পরিবারে লোকজন অনেক চেষ্টা করেও নয়নকে খুঁজে পেতে ব্যার্থ হয়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নদীতে নয়নের মরদেহ ভাসতে থাকলে এলাকাবাসী উদ্ধার করে থানা পুলিশে খবর দেয়। মরদেহ থানায় নিয়ে আসার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্বাস আলী/এফএ/এমএস