দত্তনগর-জিন্নাহনগর সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর-জিন্নাহনগর সড়কের বেহাল দশা। আর বর্ষা মৌসুম হওয়ার কারণে রাস্তাটি ছোট-বড় খানা-খন্দকে ভরে গেছে। ব্যস্ততম এ সড়কটির এমন দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
এলাকাবাসী জানান, এই সড়কটি মহেশপুর ও জীবননগর যাতায়াতের মূল সড়ক হিসেবে ব্যবহার হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না হওয়ায় এটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে সড়কটি ছোট-বড় গর্তে ভরা। ফলে চলতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা।
আলমসাধু চালক লিয়াকত আলী জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে চলাচল করছে শত-শত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, পিকআপ, মাইক্রোবাস, কারসহ বিভিন্ন যানবাহন। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার না করলে চলতি বর্ষা মৌসুমে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যেতে পারে।
অচিরেই রাস্তাটি মেরামত করার জন্য কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করছে এলাকাবাসীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস