মেঘনা নদীতে নৌডাকাতি : আহত ৫
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীর মেন্দীপুর খলাপাড়া এলাকার মাঝখানে এক দুর্ধর্ষ নৌডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে মাঝিসহ ৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানায়, বাজিতপুর উপজেলার আইনারগোপ ঘাট থেকে হান্নান মাঝির একটি ট্রলার নৌকা শতাধিক যাত্রী নিয়ে ভৈরব মেঘনা ঘাটে আসতেছিল। পথিমধ্যে ভৈরবের মেন্দীপুর খলাপাড়া এলাকার মাঝখানে পৌঁছালে নদীতে অপেক্ষমাণ একদল অস্ত্রধারী ডাকাত ওই ট্রলারে উঠে। এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের ওপর আক্রমণ চালায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে মাঝিসহ ৫ জন যাত্রী আহত হয়। 
এ সময় ডাকাতদল যাত্রীদের কাছ থেকে ৪০/৫০টি মোবাইল সেট, মালামালসহ আড়াই লাখ টাকা লুট করে। পরে অস্ত্রের মুখে মাঝিকে ভয় দেখিয়ে ট্রলারটি মেন্দিপুর খলাপাড়ার নিকটে নদীর পাড়ে ভিড়িয়ে সশস্ত্র ডাকাতদল নির্বিগ্নে পালিয়ে যায়।
ভৈরব নৌ থানার দায়িত্বপ্রাপ্ত এসআই আনিস উদ্দিন জানান, ডাকাতির কথা শুনে তৎক্ষণাৎ আমি নৌকায় এসে জানতে পারি ঘটনাটি মেঘনা নদীর সরাইলের রাজাপুর এলাকায়। এজন্য আমাদের দায়িত্বে অপরাধের ঘটনাটি পড়ে না।
আসাদুজ্জামান ফারুক/এসএস/এমএস