ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সদরপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৫ জুলাই ২০১৬

ফরিদপুরের সদরপুর উপজেলার পিঁয়াজখালী এলাকায় নদী থেকে আলীম খান (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি পিঁয়াজখালী গ্রামের মৃত মমিন খানের ছেলে।

সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশীদ জানান, পিঁয়াজখালী বাজার সংলগ্ন ভুবনেশ্বর নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এস.এম. তরুন/এআরএ/এবিএস