ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সখীপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৫ জুলাই ২০১৬

টাঙ্গাইল জেলার সখীপুরের চার গ্রামে হেরোইনসহ মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে উপজেলার প্রতিমাবংকী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল ওই গ্রামের মৃত ঘুঘুর আলীর ছেলে।

এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ইসমাইল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সখীপুর থানায় একাধিক মাদক আইনে মামলা রয়েছে। সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।   

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি