ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সখীপুরে এক হাজার মিটার কারেন্টজাল ধ্বংস

প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৫ জুলাই ২০১৬

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নকিলবিলে অবৈধভাবে মাছ শিকার করার অভিযোগে এক হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান জানান, উপজেলার নকিলবিলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জেলেরা মাছ শিকার করে আসছিল। সোমবার ভ্রাম্যমাণ আদাল ওই এলাকায় অভিযান চালায়। আদালতের উপস্থিতি টের পেয়ে কারেন্টজাল ফেলে জেলেরা পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত প্রায় এক হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর