মতলব থেকে নিখোঁজ কামালকে ভৈরবে উদ্ধার
চাঁদপুরের মতলব থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ কিশোর কামালকে (১০) ভৈরব রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছেন র্যাব-১৪ এর সদস্যরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়। এসময় সে সন্দেহজনকভাবে রেলস্টেশনে ঘোরাঘুরি করছিল।
র্যাব সদস্যরা টহলরত অবস্থায় তাকে সন্দেহ করে আটক করলে, সে জানায় তার বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। গত ৭ দিন আগে ওই কিশোর বাড়ি থেকে রাগ করে বের হয়ে আসে।
উদ্ধার হওয়া কিশোর সোমবার বিকেল পর্যন্ত ক্যাম্পে আটক রয়েছে বলে জানা গেছে। তবে মতলব থানার মাধ্যমে কামালের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। তার অভিভাবকরা আসার কথা থাকলেও বিকাল (৪.৩০ মিঃ) পর্যন্ত ভৈরব ক্যাম্পে পৌঁছায়নি বলে জানিয়েছে র্যাব।
র্যাব কমান্ডার সাইদুল ইসলাম সাজ্জাদ জানান, তাকে উদ্ধারের পর চাঁদপুরের মতলব এলাকায় তার বাড়িতে অভিভাবকদের অবহিত করা হয়েছে। কামালের অভিভাবকরা আসলে নিখোঁজ ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসাদুজ্জামান ফারুক/এমএএস/এবিএস