শোলাকিয়ায় উদ্ধার হওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি অবিস্ফোরিত তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।
ঢাকা থেকে আসা সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল সোমবার দুপুরে জেলা শহরের অদূরে নির্মাণাধীন নতুন কারাগারের ভেতরের খোলা মাঠে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায়।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকটি ছিল তাদের নিজেদের আবিষ্কৃত গ্রেনেড। এটির বিধ্বংসী ক্ষমতা ভয়াবহ। জঙ্গিরা এটির বিস্ফোরণ ঘটাতে পারেনি। এ গ্রেনেড ছাড়াও তাদের কাছ থেকে দুটি জাপানি পিস্তল, গুলি, চাপাতি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের ওপর জঙ্গি হামলার সময় প্রথমে দুটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এসময় তারা দুই পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলির সময় বাসার ভেতরে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় বাসিন্দা ঝর্ণা রানী ভৌমিক।
একই সময় পুলিশের গুলিতে নিহত হয় জঙ্গি আবির রহমান। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ে শরিফুল ইসলাম নামে আরেক জঙ্গি। বর্তমানে শরিফুল র্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নূর মোহাম্মদ/এআরএ/পিআর