ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি শাহজাহান কামালের মা আর নেই

প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৫ জুলাই ২০১৬

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামালের মা মাছুমা খাতুন (৮৭) মারা গেছেন (ইন্নানিল্লাহি ...... রাজিউন)।

সোমবার বিকেলে জেলার লাহারকান্দি গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মাছুমা খাতুনের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে লক্ষ্মীপুরের লাহারকান্দি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ নেয়।

কাজল কায়েস/এএম/এবিএস