ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৫ জুলাই ২০১৬

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা শহরের সুরমা নদীর ষোলঘর পয়েন্ট দিয়ে পানি বিপদ সীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ১১টি উপজেলার এক লাখ ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া নগদ সাড়ে সাত লাখ টাকা ও ১০৩ মেট্রিক টন চাল বিতরণের কাজ চলছে। তবে বন্যা কবলিত এলাকায় এখনো কোনো আশ্রয় কেন্দ্র খোলা হওয়ার সংবাদ পাওয়া যায়নি। অন্যদিকে বন্যার কারণে বন্ধ হয়ে গেছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

sunamgonj

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানিয়েছে, বন্যায় ৩৫০ হেক্টর আউশ-আমন ধানের জমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে শতাধিক হেক্টর জমির বর্ষাকালীন সবজি।

জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ জানান, তিন শতাধিক পুকুরের প্রায় ১০ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ বানের পানিতে ভেসে গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান জানান, বরাদ্দ হওয়া টাকা ও চালের সঙ্গে শুকনো খাবার এবং বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণের নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের।

রাজু আহমেদ রমজান/এআরএ/পিআর