ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরের শিশু আতিক এখন ঠাকুরগাঁওয়ে

প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৫ জুলাই ২০১৬

সময় তখন রাত ৮টা ৩০ মিনিট। ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় এনামুল ফিলিং স্টেশনের সামনে একটি দোকানে ১০ বছরের শিশু বসে কান্না করছে। একটু সামনে এগিয়ে শিশুটির সঙ্গে কথা বললে সে জানায় তার নাম আতিক জামান। বাসা দিনাজপুরের চেরাডাঙ্গি ফুলতলা, বাবার নাম আজাদ, মায়ের নাম জাহানারা।

এরপরে আর কিছুই বলতে পারে না শিশুটি। তাকে দেখতে এ সময় শতাধিক মানুষ ভিড় জমায়।

শাহ আলম নামে এক ব্যক্তি জানান, শিশুটিকে দেখে অসুস্থ মনে হয়। তাই আমি দোকানের ভেতরে বসতে দেই। তাকে জিজ্ঞাসা করলে প্রথমে নিজের নাম ও পরে বাবার নাম বলতে পারে। তারপরে আমি থানায় খবর দেই। পরে পুলিশ এসে শিশুটিকে হেফাজতে নেয়।

শিশু আতিক জানায়, তার বাবার নাম আজাদ, বাসা ফুলতলা-দিনাজপুর। ঠাকুরগাঁও শহরে কিভাবে এলে এমনটি জানতে চাইলে সে বলে, একটি অটোরিকশায় কে বা কারা নিয়ে এসেছে তা সে জানে না।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ শিশুটি চেতনানাশক ওষুধ খাওয়ায় নিয়ে এসেছে। শিশুটির কাছে সঠিক তথ্য নিয়ে তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

রবিউল এহসান রিপন/বিএ