ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জের চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান : আটক ৪

প্রকাশিত: ০৩:৩১ এএম, ২৬ জুলাই ২০১৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি, বাঘুটিয়া, জিয়নপুর ও বাঁচামরা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে জঙ্গি এবং সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে র‌্যাব-৪, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এই অভিযান চলে।  

আটকরা হলেন- বাঘুটিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবুল বাশার, কাজি শফিউদ্দিন দাখিল মাদরাসার শিক্ষক ইসাক আলী ও শাহ আলম এবং মাওলানা নজরুল ইসলাম।

Manikgong

মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, সারাদেশে বিশেষ করে চরাঞ্চলে জঙ্গিরা প্রশিক্ষণ ও আশ্রয় নিয়েছে। এ কারণে চরাঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের চরাঞ্চলে যৌথবাহিনীর প্রায় দুইশ’ সদস্য কয়েকটি দল আলাদাভাবে এই অভিযান চালাচ্ছে।

ইতোমধ্যেই সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে। তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা? এজন্য যাচাই-বাচাইও করা হচ্ছে। আর এই যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বি.এম খোরশেদ/এসএস/এমএস