ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত : পানিবন্দী লাখো মানুষ

প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৬ জুলাই ২০১৬

যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের ৫ উপজেলার চরাঞ্চলের ২৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

যুমনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নদী তীরবর্তীসহ সিরাজগঞ্জ পৌর এলাকার বেশ কিছু এলাকার বাড়িঘরে ইতোমধ্যেই পানি উঠেছে। শুধু বাড়ি ঘর নয় ডুবে গেছে এসব অঞ্চলের শত শত একর ফসলি জমি। অপরদিকে, পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চৌহালী উপজেলার এনায়েতপুরে নদী ভাঙন শুরু হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি এলাকার বন্যা কবলিত আব্দুস সোবাহান জানান, যমুনা নদীতে অব্যাহতভাবে পানি বৃদ্ধির ফলে দু`দিন আগে তার বাড়িতে পানি উঠেছে। এখন তিনি পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। বিশেষ করে গবাদি পশু নিয়ে পড়েছেন মহাবিপাকে। নিজেদের চলাই কষ্ট, সেখানে গবাদি পশুর খাবার ও আশ্রয় যোগাতে তিনি হিমশিম খাচ্ছেন।

কাওয়াখোলার কৃষক আব্দুর রহিম জানান, আকস্মিকভাবে বাড়িতে পানি উঠায় এখন তিনি মাচা তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছেন। ঘরে খাবার না থাকায় অতিকষ্টে দিনানিপাত করতে হচ্ছে। গবাদি পশু নিয়ে এখন তিনি কি করবেন তা ভেবে পাচ্ছেন না। এখনো পর্যন্ত সরকারি বা বেসরকারি সংস্থার পক্ষ থেকে কোনো ত্রাণ পাননি বলেও জানান।   

বন্যা কবলিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বরাত দিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়ালি উদ্দিন জানান, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ২৮টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের কম পক্ষে ৪ হাজার পরিবারের ২০ হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ৬৮২টি বাড়িঘর আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে বন্যার্তদের ১৩৯টি কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। ৫টি উপজেলায় ৬৫ মেট্রিক টন চাল এবং ৩ লাখ নগদ টাকা সাহায্য দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। ইতোমধ্যে শাহজাদপুরে ৫ মেট্রিক টন চাল ও ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। কাজিপুরে ১০ মেট্রিক টন চাল ও ১ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বন্যা কবলিত উপজেলাগুলোতেও ত্রাণ সহায়তা দেওয়া হবে।

বাদল ভৌমিক/এসএস/পিআর