ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় জামায়াতের ১০ কর্মীসহ গ্রেফতার ৪৩

প্রকাশিত: ০৫:১৭ এএম, ২৭ জুলাই ২০১৬

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে জানান, অভিযান চালিয়ে সদর থানার ১৮ জন, কলারোয়ায় ৩ জন, তালায় ২ জন, কালীগঞ্জে ৬ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে ৫ জন, দেবহাটায় ২ জন ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আকরামুল ইসলাম/এসএস/পিআর