ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৭ জুলাই ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাকিব (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের খালপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাকিব শহরের কান্দিপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। সে স্থানীয় আনন্দবাজারে একটি মাছের আড়তে কাজ করত।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাকিব খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের ছাদে ওঠে। তবে কি কারণে সাকিব ছাদে ওঠে বা আর কেউ তার সঙ্গে ছিল কিনা সেটি নিশ্চিত করে জানা যায়নি। এ সময় সাকিব পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল হক জাগো নিউজকে জানান, ছাদ থেকে পড়ে গিয়ে সাকিব মাথায় গুরুতর আঘাত পেয়েছে। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে বলেন, ছাদ থেকে পড়ে গিয়ে কোনো শিশু মৃত্যুর সংবাদ আমরা এখনো পাইনি। তবে এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

আজিজুল সঞ্চয়/এসএস/পিআর