সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। এর মধ্যে তাড়াশে বাসের নিচে চাপা পড়ে এক পথচারীর নিহত ও আরো একজন আহত হয়। এছাড়া এনায়েতপুর থানার রুপনাই গ্রামে রিকশাভ্যান চাপায় এক বৃদ্ধ নিহত হন।
নিহতরা হলেন- তাড়াশ উপজেলার ঘরগ্রামের আবু বক্কারের ছেলে আব্দুল মজিদ (৩৫) ও এনায়েতপুর থানার রুপনাই গ্রামের কুদ্দুস আলী আকন্দের ছেলে আব্দুল জলিল (৬৫)। আহত বৃদ্ধ নারী তাড়াশ উপজেলার নাদো সৈয়দপুরের হুজুর আলীর স্ত্রী হাজেরা বেগম (৭৫)।
তাড়াশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খায়রুল বাশার জানান, বুধবার ঢাকা থেকে সুপার সনি নামের একটি বাস পাবনা যাচ্ছিল। বাসটি বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মান্নাননগর এলাকায় পৌঁছে এক বৃদ্ধকে সাইড দিতে গিয়ে পথচারীদের চাপা দেয়। এ সময় পথচারী মজিদ বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হন পথচারী হাজেরা বেগম।
এদিকে, এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস জানান, বেলা ১১টার দিকে এনায়েতপুরের রুপনাই ব্রিজের উপর দিয়ে হেটে যাচ্ছিলেন আব্দুল জলিল। এ সময় একটি রিকশা ভ্যান তাকে চাপা দিলে তিনি ব্রিজ থেকে নিচে পানির মধ্যে পড়ে যান।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপার স্ব স্ব থানায় মামলা হয়েছে।
বাদল ভৌমিক/এসএস/এমএস