ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৯ জেলায় হরতাল চলছে

প্রকাশিত: ০৫:০৭ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি ও মামলা-হামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা হরতাল চলছে ৯ জেলায়।

সোমবার সংবাদ সম্মেলন এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়।

জেলাগুলো হচ্ছে ময়মনসিংহ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, চুয়াডাঙা, মাগুরা, গাজীপুর, সুনামগঞ্জ ও ফেনী। এর মধ্যে নোয়াখালীতে ডাকা হয়েছে ৭২ ঘণ্টার হরতাল। বগুড়ায় ডাকা হরতাল ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে।

ময়মনসিংহ: বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি এ কে এম মোশাররফ হোসেনের বাসভবন ময়মনসিংহে আজকের হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

বগুড়া: বগুড়ায় রোববার সকালে শুরু হওয়া ২০ দলের হরতাল ১২ ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে। সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমুসহ চারজন এবং রাতে অভিযান চালিয়ে আরও ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ: শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল হক হায়দারীর বাসভবনে হামলা-ভাংচুর ও পুলিশের তল্লাশির প্রতিবাদে জেলা যুবদল আজ চাঁপাইনবাবগঞ্জে হরতালের ডাক দেয়।

নোয়াখালী: ঢাকার গুলশান থেকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহানকে গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালীতে হরতাল ডেকেছে জেলা বিএনপি।

এ ছাড়া শ্রমিক দল জেলায় আজ থেকে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে। দলীয় নেতা শাহজাহানকে গ্রেফতারের প্রতিবাদে মাইজদীতে সিএনজি অটোরিকশা ও অটোবাইক ভাংচুর করে আগুন দিয়েছে বিএনপির কর্মীরা। জেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ জনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা: দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের প্রতিবাদে তার জেলা চুয়াডাঙ্গায় হরতাল ডেকেছে বিএনপির একাংশ।

মাগুরা: জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ সোমবার দুপুরে আজকের হরতালের তথ্য নিশ্চিত করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ তাকেসহ ৪২ নেতাকর্মীর নামে গাড়ি পোড়ানোর অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেছে।

গাজীপুর: ছাত্রদল নেতা নাজমুল খন্দকার সুমনকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে গাজীপুর পৌর ছাত্রদল। সোমবার বিকেল সোয়া ৩টায় গাজীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মোনায়েম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ: শহরের বিলপাড় আবাসিক জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা ২০ দলীয় জোটের নেতারা সুনামগঞ্জে আজ হরতালের ঘোষণা দেন।

ফেনী: সোমবার হরতাল ডেকে মাঠে ছিলেন না বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। গ্রেফতার আতঙ্কে বাসায়ও ছিলেন না তারা। এরই মধ্যে দুপুরে ফেনী আদালত এলাকা থেকে জেলা জামায়াতের আমির একেএম সামছুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

-বিএ