ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কল্যাণপুরে নিহত মতিয়ারের বাড়ি সাতক্ষীরায়

প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৭ জুলাই ২০১৬

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত ৯ জঙ্গির একজন মতিয়ার রহমান (২২)। বাড়ি সাতক্ষীরা জেলায়। জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের নাসিরউদ্দীন সরদারের ছেলে সে।

বুধবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিষয়টি দৃষ্টিতে আসে সাতক্ষীরা জেলা পুলিশের। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, মতিয়ার সরদার গার্মেন্টসে চাকরি করতো। তার বাবা নাসিরউদ্দীন সরদার একজন কৃষক। গত বছরের কুরবানি ঈদের সময় একবার বাড়িতে এসেছিল সে। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে মতিয়ার।

তবে কীভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়লো এটা বলতে পারেননি তিনি।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, মতিয়ার রহমানের বয়স যখন দুই বছর তখন পারিবারিক কলহের কারণে তার মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তার মা ও ছেলে মতিয়ার পার্শ্ববর্তী গ্রাম কাঁটাখালিতে নানার বাড়িতে বসবাস করতো। গত ৫/৭ বছর আগে মা ও ছেলে একসঙ্গে গাজীপুরের একটি গার্মেন্টেসে চাকরির জন্য যায়। মতিয়ারের মা বর্তমানে সৌদি আরব আছেন বলে জেনেছি।

ঘটনাস্থলে পৌঁছানো পর বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জাগো নিউজকে জানান, মতিয়ারের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।

আকরামুল ইসলাম/বিএ

আরও পড়ুন