ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মার পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপরে

প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৮ জুলাই ২০১৬

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বিপদসীমার প্রায় ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বৃহস্পতিবার সকালে এ চিত্র দেখা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম নুরুন্নবী।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চলের অনেক পরিবার ও ফসলি জমি পানিবন্দী হয়ে পড়েছে। স্কুলসহ বেশ কিছু বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করেছে। পানি বৃদ্ধির সঙ্গে নদীতে তীব্র স্রোত দেখা দেয়ায় জেলার বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা নিতে ঢাকার প্রধান কার্যালয়ে চিঠি দেয়া হয়েছে। তবে বুধবার বিকেল পর্যন্ত কোনো বরাদ্দ পাননি বলে জানিয়েছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গৌরপদ সুত্রধর।

রুবেলুর রহমান/এসএস/আরআইপি

আরও পড়ুন