পদ্মার পানি বিপৎসীমার উপরে : নিম্নাঞ্চল প্লাবিত
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মার ভাগ্যকুল পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এতে পদ্মা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ৩০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তলিয়ে গেছে নদী তীরবর্তী জমির ফসল। নদীতে তীব্র স্রোতের কারণে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, জেলার মেঘনা, ধলেশ্বরী ও ইসামতি নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে অন্তত ১৬ সেন্টিমিটার। এ অঞ্চলে টানা কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে বন্যা পরিস্থিতি এখনো আশঙ্কাজনক নয় বলে নিশ্চিত করেছে সূত্রটি।
নিম্নাঞ্চল প্লাবিত উপজেলা লোহজংয়ের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেককুজ্জামান জানান, পানি বৃদ্ধি পেয়েছে। তবে বন্যার মতো পরিস্থিতি হয়নি। নদীর তীরসংলগ্ন বাড়ির উঠানে পানি এসেছে। তবে মোকাবেলার আমরা প্রস্তুত রয়েছি।
এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের