যুবলীগ ক্যাডারকে কুপিয়ে হত্যা
বগুড়া শহরতলীর ফুলতলা এলাকায় আকুল হোসেন (২৮) নামে এক যুবলীগ ক্যাডারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির পার্শ্বে মাটির গর্ত থেকে শাজাহানপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহটি মাটির গর্তে ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত আকুল ফুলতলা এলাকার আজমল হোসেনের ছেলে এবং প্রতিপক্ষ অপর যুবলীগ নেতা সাদ্দাম হোসেন বুশ হত্যা মামলার আসামি।
ফুলতলা এলাকার একাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, আকুল ওই এলাকায় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময় যুবলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জঙলের ভিতরে গর্তে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। আকুল ফুলতলা এলাকার এক সময়ে শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা শাহীন গ্রুপের সদস্য ছিল।
শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাউসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে আকুল খুন হয়েছে। খুনের সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।
বগুড়া জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, আকুল তাদের সংগঠনের কেউ নয়। তার দলীয় কোনো পদও নেই। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য যুবলীগের নাম ব্যবহার করে থাকতে পারে।
এআরএ/এমএস