ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় খামারে আগুন লেগে ১২শ মুরগি ভস্মীভূত

প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে ২টি মুরগির খামারে আগুন লেগে ১২শ মুরগি ভস্মীভূত হয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে দেলোয়ার হোসেন ও তোফাজ্জল হোসেনের মুরগির খামারে আগুন লেগে ১২শ মুরগি ভস্মীভূত হয়। খবর পেয়ে রাতেই চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।