গাইবান্ধায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ১০
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শন্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের সক্রিয় জামায়াত কর্মী মাজেদুল হক প্রামাণিক (৪০) ও বিভিন্ন মামলার পলাতক ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, কঞ্চিবাড়ি ইউনিয়নের বোয়ালী গ্রামের বাসিন্দা সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজ (৪৫) ও একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব কালিতলা গ্রামের নারী নির্যাতন মামলার আসামি ফুল মিয়া (৩২)। বাকি সাতজনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা, ডাকাতি, মাদক ব্যবসা, নারী নির্যাতন, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
অমিত দাশ/এএম/এমএস