ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহাদেবপুরে শিবিরের অর্থ-সম্পাদক গ্রেফতার

প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৯ জুলাই ২০১৬

নওগাঁর মহাদেবপুরে উপজেলা ছাত্রশিবিরের অর্থ-সম্পাদক আব্দুল হামিদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক আব্দুল হামিদ উপজেলার শিবরামপুর গ্রামের এশরাক আলীর ছেলে।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা জানান, আব্দুল হামিদ এলাকায় নাশকতা করার পরিকল্পনা করছিল। এছাড়া তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদে জানতে পেরে এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্বাস আলী/এআরএ/এমএস