ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৯ জুলাই ২০১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং গুরুতর আহত হয়েছে আরো একজন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় মহাসড়কের কদিম ধল্যা নামকস্থানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক অজ্ঞাত এক মহিলাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, একই সময় মহাসড়কের পোস্টকামুরী চরপাড়া নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।

আরিফ উর রহমান টগর/আরএস