বগুড়ায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি
বগুড়া জেলার সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়ায় পানিতে ডুবে সুরুজ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়ক সংলগ্ন সরকারপাড়ার এ ঘটনা ঘটে। নিহত সুরুজ একই গ্রামের রেজাউল করিমের ছেলে।
সারিয়াকান্দি পৌরসভার মেয়র আলমগীর শাহী সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বন্ধুদের সঙ্গে চন্দনবাইশা সড়ক সংলগ্ন সরকারপাড়ার পুকুরে গোসল করতে গিয়ে সুরুজ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান মিলেনি। দুপুরের দিকে ওই পুকুরের পার্শ্ববর্তী সেতুর নিচে তার মরদেহ পাওয়া যায়।
লিমন বাসার/এএম/আরআইপি