চট্টগ্রামে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকার একটি ইঞ্জিনবোট থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। বুধবার ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর নৌবাহিনীর অপারেশন কর্মকর্তা মো. শামিম জানান, রাত তিনটার দিকে টহল দেওয়ার একপর্যায়ে একটি ইঞ্জিনবোট দেখতে পায় নৌবাহিনীর সদস্যরা। তারা নৌকাটি অনুসরণ করে।
এসময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পাচারকারিরা পালিয়ে যায়। পরে নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
-বিএ