ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জোড়া খুনের মামলায় ২৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:০০ এএম, ৩১ জুলাই ২০১৬

নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাটে শাহিন ও লিচু নামে দুজনকে খুনের মামলায় ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বেলা ১টায় জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মুন্সি এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ১৪ জুন কালিয়া উপজেলার গাজীরহাটে শাহিন ও লিচু নামে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় ২৯ জনকে আসামি করে মামলা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৯ জন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া চারজন পলাতক। ছয়জন মারা গেছেন।

হাফিজুল নিলু/এসএস/এমএস

আরও পড়ুন