চাঁপাইনবাবগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতাকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার দুপুরে শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা এএসপি মো. সহিদার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মারধরের অভিযোগসহ দুটি মামলা রয়েছে। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
মোহাঃ আব্দুল্লাহ/এএম/পিআর