ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে ২৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ০২:৪১ পিএম, ৩১ জুলাই ২০১৬

পদ্মা-যমুনাসহ জেলার অভ্যন্তরীণ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মানিকগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের উথলী পাটুরিয়া সংযোগ সড়কের একাংশে রোববার দুপুরের পর পানি উঠে গেছে।

Manikgonj

জেলার সাত উপজেলার ৬৫টি ইউনিয়নের মধ্যে ৩০টি ইউনিয়নের ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে দুপুর পর্যন্ত বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ইতোমধ্যে জেলার বন্যাকবলিত এলাকার ২২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৬টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে বন্যার পানি ওঠায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

Manikgonj

এদিকে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত বন্যাকবলিত এলাকায় ত্রাণ হিসেবে ৭৫ মেট্রিক টন চাল, নগদ সাত লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

Manikgonj-Flood

জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস রোববার দুপুরে বন্যাকবলিত শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Manikgonj-Flood

মানিকগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. দাউস-উল-হাসান মারুফ জানান, রোববার ঢাকা-আরিচা মহাসড়কের উথলি পাটুরিয়া সংযোগ সড়কের একাংশে দুপুরের পর পানি ওঠে। বালুর বস্তা ফেলে পরিস্থিতি আপাতত সামলানো হয়েছে। পানি বাড়তে থাকলে পরিস্থিতির অবনতি হবে। তবে এখন পর্যন্ত যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

বিএম খোরশেদ/এমএএস/পিআর