শ্রমিক আন্দোলনে অচল সুন্দরবন টেক্সটাইল মিল
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক ধর্মঘটে অচল হয়ে পড়েছে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস। সোমবার সকালে কাজে যোগ না দিয়ে মিলের প্রধান ফটকে অবস্থান নেয় সাড়ে ৩০০ শ্রমিক। পরে তারা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
আন্দোলন থেকে সরে দাঁড়াতে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের বলা হলেও দাবিতে অটল রয়েছে শ্রমিকরা। 
শ্রমিকরা জানান, তাদের দৈনিক ৮ ঘণ্টা কাজের বিনিময়ে মাত্র ১২০ টাকা মজুরি দেওয়া হয়। এ টাকায় যাওয়া-আসার খরচ বাদ দিয়ে তিনবেলা ডাল ভাতও জোটে না। এ নিয়ে গত এক বছর যাবত মিল কর্তৃপক্ষের কাছে মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানিয়ে আসছে তারা। কিন্তু তাদের কথায় কর্ণপাত করছে না মিল কর্তৃপক্ষ। এতে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। আন্দোলন থেকে সরে যেতে পুলিশ হুমকি দিয়েছে। আমরা আন্দোলন চালিয়ে যাবো।
আন্দোলনরত শ্রমিকরা আরো জানান, আগামী তিনদিনের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হবে।
সুন্দরবন টেক্সটাইল মিলসের ব্যবস্থাপক আবু হানিফ জানান, মিলটি বর্তমানে সার্ভিস চার্জ ভিত্তিতে চলছে। শ্রমিকদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিক বার জানিয়েছি। সিদ্ধান্ত আসলে বেতন বৃদ্ধি করা হবে।
আকরামুল ইসলাম/এসএস/এমএস