ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ককটেল বিস্ফোরণে যুবকের কব্জি বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:১৬ এএম, ০১ আগস্ট ২০১৬

মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে ককটেল বিস্ফোরণের এক যুবকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার রাত ১২টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাশবাড়িয়া জোরগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

তবে পুলিশ বলছে, মাদক ব্যবসা নয় প্রেম ঘটিত বিরোধের জের নিয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বাশবাড়িয়া জোরগাড়ি গ্রামের ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার ছত্রছায়ায় স্থানীয় কিছু যুবক দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। রোববার রাতে মাদক ব্যবসা নিয়ে একই গ্রামের সোলায়মান আলীর ছেলে  ফারুক হোসেনের (২৫) সঙ্গে জাহাঙ্গীর হোসেনের (২৭) বিরোধ সৃষ্টি হয়।

এক পর্যায় জাহাঙ্গীর পিস্তল বের করে। এ সময় ফারুক দৌড়ে ককটেল হাতে নিয়ে জাহাঙ্গীরের উদ্দেশ্যে নিক্ষেপ করার আগেই তার হাতে বিস্ফোরণ হয়। এতে তার ডান হাতের কব্জি থেকে আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেলেও কাউকে আটক করতে পারেনি।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ জানান, মাদক ব্যবসা নয় প্রেমঘটিত বিষয় নিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আহত ফারুক হোসেন কোথায় চিকিৎসা নিয়েছে জানা যায়নি। এ ব্যাপারে সোমবার সকালে শাজাহানপুর থানায় একটি মামলা করা হয়েছে।

লিমন বাসার/এসএস/এমএস

আরও পড়ুন