চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইট ভর্তি ট্রাকের ধাক্কায় মোহাম্মদ মোজাম্মেল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় ফয়েজ আহমদের ছেলে।
চকরিয়া থানা পুলিশের ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, কক্সবাজারগামী (চট্টমেট্রো-ট ১১-১৫৮৬) ইট ভর্তি ট্রাকটি বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ২ আরোহি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেলকে (৪৫) মৃত ঘোষণা করেন।