ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে বেড়িবাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

প্রকাশিত: ০৯:২৬ এএম, ০১ আগস্ট ২০১৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে নতুন করে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।

Faridpur

স্থানীয়রা জানায়, আকস্মিকভাবে বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তরা যে যা পেরেছে নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। ফসলসহ বাড়িঘরের নানা আসবাবপত্র ভেসে গেছে পানিতে। বাঁধে আশ্রয় নেয়া মানুষেরা বিশুদ্ধ পানি ও খাবার সংকটে পড়েছে।

Faridpur

এদিকে, ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার ১০১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত পানি বৃদ্ধিতে ফরিদপুরের ৩ উপজেলার ১১ ট ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। বন্যার্তদের সহায়তায় এখন পর্যন্ত ৭০ মেট্রিক টন চাল এবং ২ লাখ ৩০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এস.এম. তরুন/এসএস/এমএস

আরও পড়ুন