মিঠাপুকুরে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে রংপুরের মিঠাপুকুরের তিনটি গ্রামে যৌথ অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে ওই এলাকার তিন গ্রামে বিজিবি, র্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করে।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে দক্ষিণ তিতলী, উত্তর তিতলী এবং পূর্ব তিতলীতে একযোগে অভিযান চলছে।