বন্যা দুর্গতদের ত্রাণ নিয়ে ছিনিমিনি চলবে না
সারাদেশে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের ছিনিমিনি চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা তীরবর্তী গোহালিয়াবাড়ী ইউনিয়নের গেড়িলাবাড়ী গ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বন্যাদুর্গতদের উদ্দেশ্যে বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পরিমাণ রয়েছে সরকারের কোষাগারে। যতদিন পর্যন্ত বন্যাদুর্গতরা তাদের বাড়ি ফিরতে না পারেন, ততদিন পর্যন্ত সরকার সাহায্য করে যাবে। শুধু ধৈর্য ধরে বুকে সাহস নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
টাঙ্গাইলে বন্যাদুর্গতদের মাঝে ২১০ মেট্রিক টন চাল এবং নগদ ১২ লাখ টাকা ইতোমধ্যেই দেয়া হয়েছে। বন্যাদুর্গতদের সহায়তার জন্য আগামী দু-একদিনের মধ্যে আরো ২০০ মেট্রিক টন চাল এবং ২০ লাখ টাকা ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
মন্ত্রীর সঙ্গে ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন প্রমুখ।
আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস