ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বড়াইগ্রামে ২০ লাখ টাকার হেরোইনসহ আটক ২

প্রকাশিত: ০২:২২ পিএম, ০১ আগস্ট ২০১৬

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার পাইকেরহাটি গ্রামের শাকিলা খাতুন (২১) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কেশবপুর গ্রামের রুহুল আমিন (৩২)।
 
পুলিশ জানায়, উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় তাদের তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
 
বড়াইগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজ্জাক মোড়ে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে শাকিলা ও রুহুল আমিনকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদেরকে বিকেলে কারাগারে পাঠানো হয়।  

রেজাউল করিম রেজা/এএম/এবিএস