ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে এসপির গাড়িতে ককটেল নিক্ষেপ

প্রকাশিত: ০২:৪৮ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

কক্সবাজার শহরের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পুলিশ সুপার শ্যামল কুমার নাথের গাড়িতে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে ঘটনার পর রাত ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির দায়ে ছাত্রশিবিরের ৯ কর্মী ও যুবদলের এক নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটক শিবির কর্মীরা হলেন সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মৃত মমতাজুল হকের ছেলে ইমরুল কায়েস, তোতকখালী গ্রামের রশিদ আহমদের ছেলে নজরুল ইসলাম, শহরের ঘোনাপাড়ার মৃত আব্দুল মোতালবের ছেলে শাহেদ মো. সেলিম, রামু উপজেলার মোহাম্মদপুর এলাকার আব্দুর রহমানের ছেলে তারেক রহমান, চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজমুল সাকিব, এসএম আহমদ হোসাইনের ছেলে মোরতোজা আহমদ, মোস্তফা রায়হান, মৃত গোলাম কাদেরের ছেলে আরিফুল ইসলাম ও ফাসিয়াখালীর মাহমুদ হোসাইনের ছেলে জুবায়ের হোসাইন।

আটক যুবদল নেতার নাম মো. তারেক প্রকাশ। তিনি ঝিলংজা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-বিএ